দিল্লিতে মাংকিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তি শনাক্ত
ভারতের রাজধানী দিল্লিতে আরেকজনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজধানীতে তিনজনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। আর ভারতজুড়ে মাংকিপক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আটজনে ঠেকেছে।
গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুক মাদাভিয়া বলেন, রোগের চিকিৎসা ও টিকা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
রাজ্যসভার বৈঠকে তিনি আরো বলেন, রোগে আক্রান্ত আট ব্যক্তির মধ্যে পাঁচজনই বিদেশ ভ্রমণ করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল মাংকিপক্স শনাক্ত হওয়া ব্যক্তি একজন বিদেশি। তবে সম্প্রতি তিনি ভারতের বাইরে যাননি। তিনি বর্তমানে ভারত সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১৪ জুলাই ভারতের কেরালায় মাংকিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়, কিন্তু তার আগেই ১ মে কেন্দ্রীয় সরকার সব রাজ্যে মাংকিপক্স সংক্রান্ত নিয়মাবলি পাঠিয়ে দিয়েছে। তা ছাড়া শুধু বিমানবন্দরগুলোতেই নয়, সব জায়গায়ই নজরদারি, ফোন ট্রেসিং, নমুনা সংগ্রহ থেকে শুরু করে তা পরীক্ষাগারে পাঠানো পর্যন্ত সব নির্দেশনা দেওয়া হয়েছে।
দিল্লি সরকার এরই মধ্যে তিন বেসরকারি হাসপাতালকে মাংকিপক্সের রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন কক্ষ তৈরির নির্দেশনা দিয়েছে। হাসপাতালগুলোতে পাঁচটি কক্ষ রাখা হবে শনাক্ত ব্যক্তিদের জন্য এবং আরো পাঁচটি কক্ষ থাকবে সন্দেহভাজন ব্যক্তিদের জন্য।
এনডিটিভি