দিল্লিতে সহপাঠীদের বাঁচাতে মানবঢাল বান্ধবীরা, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ফুঁসছেন শিক্ষার্থীরা। দেশটির রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আন্দোলন ছড়িয়ে পড়েছে। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের তাণ্ডব থেকে সহপাঠীদের বাঁচাতে মানবঢাল হন বান্ধবীরা। বন্ধুর প্রতি শিক্ষার্থীদের সহমর্মিতার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুসলিমবিদ্বেষী আইনের প্রতিবাদে শাহিন আবদুল্লাহ নামে এক আন্দোলনকারীকে একটি বাড়ি থেকে বের করে এনে বেধড়ক পেটাতে থাকে পুলিশ। পুলিশের মারের হাত থেকে শাহিনকে বাঁচাতে কয়েকজন বান্ধবী এগিয়ে আসেন। তারা ঝাঁপিয়ে পড়ে নিজেদের শরীর দিয়ে ঢাল তৈরি করেন। এভাবে পুলিশের নির্যাতন থেকে রক্ষা করেন শাহিনকে। জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসার দৃশ্যটি অজান্তেই কেউ ধারণ করে সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর পর অনেকেই এর স্তুতি গেয়েছেন।
সেদিনের ঘটনা সম্পর্কে শাহিনের বান্ধবী জামিয়ার আরবি বিভাগের স্নাতকের শিক্ষার্থী লাদিদা ফারজানা বিবিসিকে বলেন, ‘আমরা শুধু আমাদের বন্ধুকে রক্ষা করতে চেয়েছিলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রোববার বিকাল ৫টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে আমরা একটি বাড়ির গ্যারেজে লুকাই, আমরা ৯ জন ছিলাম। ৮ জন মেয়ে আর একজন ছেলে। পুলিশ শাহিনকে ধরে নিয়ে বের করে পেটাতে শুরু করলে আমরা মানববর্ম তৈরি করি।’