দিল্লির উপ-মুখ্যমন্ত্রী গ্রেফতার ইস্যুতে কেজরিওয়াল
ভারতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতার ইস্যুতে মুখ খুলেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে জনগণ মাঠে নামবে, এমন ইঙ্গিত দেন কেজরিওয়াল। খবর এনডিটিভির।
এক টুইটবার্তায় কেজরিওয়াল বলেন, মণীশ সিসোদিয়া একজন একজন সৎ লোক। নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। জনগণ সব দেখছেন। তারা সবই বোঝেন এবং জানেন। তারা অবশ্যই সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদ করবেন। আর এ প্রতিবাদ আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে।
রোববার টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।
সকাল ১০টায় নিজ বাসা থেকে সিবিআই অফিসের উদ্দেশ্যে রওনা হন মণীশ। এ সময় ভবিদ্বাণী করে তিনি বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দিতে চান। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তার যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা করো এবং তোমার বাবা-মায়ের কথা মতো চলো।
মণীশের গ্রেফতারকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ বলে নিন্দা জানিয়েছে আম আদমি পার্টি (আপ)। দলটির দাবি, সিবিআইকে অপব্যবহার করছে মোদি সরকার।
তবে আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছেন বিজেপির মনজিন্দর সিংহ সিরসা। সিবিআইকে ‘অপব্যবহার’ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এনডিটিভিকে তিনি বলেছেন, উনি (সিসোদিয়া) শিক্ষাক্ষেত্রে কাজ করে থাকতে পারেন। তার মানে এই নয় যে, তিনি আবগারি দুর্নীতিতে যুক্ত নন।