দিল্লির নর্দমা থেকে আরও লাশ উদ্ধার, নিহতের সংখ্যা দাঁড়াল ৪৫
টানা চারদিন ধরে দিল্লির হিংসায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল নর্দমার ভেতর। এ নিয়ে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে হলো ৪৫।
পুলিশ সূত্রে খবর, গোকুলপুরির ওই নর্দমাটি থেকে এর আগে অঙ্কিত শর্মাসহ আরও চারটি দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের ধারণা, আরও বহু দেহ মিলতে পারে এভাবে। আশঙ্কা করা হচ্ছে, অনেককে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে খালে। ধীরে ধীরে তাদের দেহ উদ্ধার হবে।
রবিবার সকাল ১০টা নাগাদ প্রথম মৃতদেহটি উদ্ধার হয়। অপর মৃতদেহটি উদ্ধার হয় বিকাল ৩টার দিকে। তবে উদ্ধার হওয়া লাশগুলোর নাম-পরিচয় এখনও জানা যায় নি।
দিল্লির দাঙ্গায় এখন পর্যন্ত ১৬৭টি এফআইআর দায়ের হয়েছে। আটক করা হয়েছে ৮৮৫ জনকে। দিল্লি চেম্বার অফ কমার্সের হিসাব অনুযায়ী, এ সহিংসতায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫,০০০ কোটি টাকা।
অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৯২টি বাড়ি, ৫৭টি দোকান, ৫০০ গাড়ি, ৬টি গুদামঘর, দুটি স্কুল, চারটি কারখানা এবং চারটি ধর্মীয় স্থান।
এ দিকে, দিল্লির শাহীনবাগে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার সেখানে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ♦