দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে মানুষ চিকিৎসা পাচ্ছে না: মাহিয়া মাহী
বাংলাদেশী অভিনয় মাহিয়া মাহী বলেছেন, দেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও সীমাবদ্ধতার কারণে মানুষ কোভিড -১৯ প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসা সেবা পাচ্ছে না। তিনি সংকট শেষ না হওয়া অবধি সকলকে সাবধানতা অবলম্বন এবং স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
মাহী বলেন, ‘কোভিড -১৯ প্রাদুর্ভাবের সময়ও মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। আমি আমার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের নিরাপদে থাকতে অনুরোধ করছি। তাদের স্বাস্থ্য নির্দেশাবলী অনুসরণ করা যথাসাধ্য চেষ্টা করা উচিত যেন সংক্রমিত না হন। আমাদের পরিবারের সদস্যদের জন্য আমাদের নিজেদেরকে নিরাপদে রাখতে হবে।’
মাহিয়া মাহী করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ঘরে আছেন।
মাহীর সাম্প্রতিক কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ‘স্বপ্নবাজ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম তবে কোভিড -১৯ প্রাদুর্ভাবের ফলে সবকিছু পিছিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন। ‘‘আমি শুটিং ফ্লোর সত্যিই খুব মিস করি। পরিচালকের “লাইট, ক্যামেরা এবং অ্যাকশন’ বলাটা খুব মিস করি।’
মাহী কোভিড এমন ভিডিওতে অভিনয় করেছেন যেগুলোর লক্ষ্য ১৯ বিষয়ে সচেতনতা বাড়িয়ে দেওয়া।
সবশেষে মাহী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আমরা জানি না ভবিষ্যতে কয়টি সিনেমা হল আবার খোলা হবে। আমি মনে করি সিনেমা হল মালিকদের উচিত তাদের হলগুলি সংস্কার করা এবং আবার খুলে দেবার আগে হলগুলোর পরিবেশ উন্নত করা। পরিবেশ ভালো থাকলে মানুষ তাদের পরিবার নিয়ে সিনেমা হলে যাবে। শুনেছি সরকার সিনেমা হল মালিকদের ন্যূনতম সুদে ঋণ দিচ্ছে। তাদের এ সুযোগটি ব্যবহার করা উচিত।’❑