নরওয়েতে ধর্মান্তরিত মুসলিম তীর ছুঁড়ে ৫ জনকে হত্যা করল
নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের কয়েক জায়গায় তীর ছোড়োর ঘটনায় পাঁচজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ বছর বয়স্ক এক ডেনমার্ক নাগরিককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আটককৃত ওই ব্যক্তি একজন ধর্মান্তরিত মুসলিম। এর আগেও তিনি বিভিন্ন মৌলবাদী কর্মকাণ্ড ঘটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ওই ব্যক্তি একাই কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালায়।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের কয়েক জায়গায় এমন হামলার ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে ৪ জন মহিলা ও একজন পুরুষ, যাদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।
২০১১ সালের পর এটিই নরওয়েতে সবচেয়ে বড় আক্রমণ। নরওয়ের সংবাদ সংস্থা এনটিবি জানায়, বিভিন্ন উগ্র কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ওই ব্যক্তি তীর-ধনুক ছাড়াও অন্য অস্ত্রও ব্যবহার করে থাকেন।
সূত্র: দি গার্ডিয়ান