Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকনর্ড স্ট্রিম ওয়ান দিয়ে আবারো গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

নর্ড স্ট্রিম ওয়ান দিয়ে আবারো গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

নর্ড স্ট্রিম ওয়ান দিয়ে আবারো গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। কারণ হিসেবে পাইপলাইন মেরামতের কথা উল্লেখ করেছে দেশটি। কিন্তু প্রতিপক্ষ দেশগুলোর অভিযোগ, রাশিয়া যুদ্ধাস্ত্র হিসেবে গ্যাস ব্যবহার করছে। খবর বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রায়াত্ত্ব জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, আগামী তিনদিন নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন বন্ধ থাকবে।

রাশিয়া এর আগে এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে দিয়েছিল। যুদ্ধাস্ত্র হিসেবে জ্বালানিকে ব্যবহারের অভিযোগ অস্বীকারও করেছে দেশটি।

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বাল্টিক সাগরের তলদেশে ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত। ২০১১ সালে চালু হওয়া এ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ১৭ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা যায়।

এর আগে গত জুলাইয়ে ১০ দিনের জন্য এ পাইপলাইন বন্ধ ছিল। এখন আবার মেরামতের জন্য বন্ধ রয়েছে। সম্প্রতি রাশিয়া বলেছে, যান্ত্রিক ত্রুটির জন্য সক্ষমতার মাত্র ২০ শতাংশ কাজ করছে।

জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট বলছেন, ঘোষিত তিন দিনের পর সরবরাহ চালু হলে তারা পরিস্থিতি সামাল দিতে পারবে। তবে ক্লাউস মুলার রয়টার্সকে এও বললেন, আসলে সরবরাহ চালু হবে কিনা কেউ বলতে পারে না।

তবে ফিন্যান্সিয়াল টাইমসকে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, এ পদক্ষেপের কারণে এরই মধ্যে কিছু জার্মান সংস্থা উত্পাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। পরিস্থিতিকে তিনি ‘আশঙ্কজনক’ অভিহিত করেছেন।

এ দিকে ফ্রান্সও মনে করছে, জ্বালানি সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

বর্তমানে ইউরোপে বিদ্যুৎ ও গ্যাসের দাম খুবই চড়া। সেখানকার নেতারা আশঙ্কা করছেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য রাশিয়া বিভ্রাট বাড়াতে পারে।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উল্টো তারা অবকাঠামোগত ক্ষতির শিকার হয়েছেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment