Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ার সীমান্ত শহরের বাজারে বোমা বিস্ফোরণ

নাইজেরিয়ার সীমান্ত শহরের বাজারে বোমা বিস্ফোরণ

নাইজেরিয়ার সীমান্ত শহরের বাজারে বোমা বিস্ফোরণ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার সীমান্ত শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের নাগরিক রয়েছেন।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, সোমবার দেশটির গ্যামবরু ও ক্যামেরুন সীমান্তের শহর ফটোকলকে যুক্ত করা সেতুর পার্শ্ববর্তী বাজারে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ৩৫ জন আহত হন।

বিস্ফোরণের সময় বাজারটিতে লোকে লোকারণ্য ছিল। প্রত্যক্ষদর্শী মদু আলি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দুই দেশের সীমান্ত সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেতুটিসহ গোটা বাজার কেঁপে ওঠে। এ সময় অনেকের শরীরের ছিন্ন-ভিন্ন অংশ দেখতে পাই। আমার বন্ধুদের মরতে দেখি। এ ঘটনায় ৩৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ক্যামেরুনের গভর্নর রয়টার্সকে জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণটি ঘটে’।

জঙ্গিরা শক্তিশালী বোমাটি সবার অলক্ষ্যে ওই বাজারে ঠাসা ভিড়ের মধ্যে রেখে যায় বলে ধারণা করছেন তিনি।

তিনি জানান, ২০১৪ থেকে জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সামরিক ও অসামরিক গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছিল। সেই সময় নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম গ্যামবরু শহরটি এক মাস অবরুদ্ধ করে রেখেছিল। পরে পাশ্ববর্তী দেশ চাদের সহায়তায় শহরটি নাইজেরিয়ার সেনারা আবার দখল নেয়। কিন্তু এর পর থেকেই জঙ্গিরা বহুবার এই অঞ্চলটিতে হামলা করার চেষ্টা চালিয়েছে।

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বা আইএসডব্লিউএপি এখন পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সূত্র : ডয়েচে ভেলে, রয়টার্স, ভোয়া নিউজ

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment