Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্র‘নাভা’র আয়োজনে বার্ষিক উইন্টার গালা অনুষ্ঠিত

‘নাভা’র আয়োজনে বার্ষিক উইন্টার গালা অনুষ্ঠিত

‘নাভা’র আয়োজনে বার্ষিক উইন্টার গালা অনুষ্ঠিত

৯ ডিসেম্বর সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্তোঁরা ও বনভোজন হলে নিউ আমেরিকান ভোটার সমিতির ( নাভা) তাদের বার্ষিক উইন্টার গালা আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার সেন্টার ফর কিডস্‌ ও ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে গৃহহীন শিশুরা টয় ড্রাইভ উপভোগ করে।
অনুষ্ঠানে নিউ আমেরিকান ভোটার সমিতির ( নাভা) কমিউনিটি এবং নিউ ইয়র্ক অধিবাসীদের জন্যে অনুকরণীয় অবদানের জন্য পাঁচজনকে সন্মানিত ও স্বীকৃতি দেয়।
স্বীকৃতিপ্রাপ্ত ও সম্মানিত পাঁচজন  হলেন- মরিস হাইটস হেলথ হেলথ সেন্টারের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মারি জি মিলেট, ডাঃ জ্যানান সায়ীদ ডিসি, এনডি, পিএইচডি, ডাঃ হরি শুক্লা এমডি, ডাঃ বিশ্বাস এন ব্রাউন এডিডি, মোহাম্মদ এন মজুমদার এলএলএম, পিএইচএফ।
বার্ষিক উইন্টার গালার প্রাক্তন চেয়ারম্যান ডাঃ বিন্দু বাবু যেসব শিশুরা ক্যান্সারে আক্রান্ত, শুধু তাদের চিকিৎসা নয়, তাদের পরিবারকেও সহায়তা করতে কম্যুনিটির সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যরাও প্রচণ্ড মানসিক, শারীরিক এবং আর্থিক সমস্যার মুখোমুখি হয়। তাদেরও সহায়তা দরকার।
নিউ আমেরিকান ভোটার সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ দিলীপ নাথ জানালেন, ভোটাধিকার প্রয়োগ ও ভোটারদের বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ক তিনি যে কাজ করেছেন, তার স্বীকৃতি হিসেবে কংগ্রেসওমেন গ্রেস মেং ২০১৯ সালের ১৯ ডিসেম্বর দিনটিকে   কুইন্সের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ‘ডঃ দিলীপ নাথ দিবস’ ঘোষণা করেন।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কুইন্স ব্যুরো সভাপতি মেলিন্ডা কার্টজ। তিনি তার পরিকল্পনার অগ্রগতি ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রুকলিন ব্যুরো সভাপতি এরিক অ্যাডামস, সিনেটর অ্যানা কাপলান, কাউন্সিল সদস্য ব্যারি গ্রোডেনচিক, বিধানসভার সদস্য ডেভিড ওয়েপ্রিন, কাউন্সিল সদস্য কোস্টার্ট কনস্ট্যান্টিনাইডস, কুইন্স ব্যুরো সভাপতি প্রার্থী এলিজাবেথ ক্রোলে এবং সিনেটর জেসিকা র‍্যামোসের প্রতিনিধি জ্যাকুলিন রোজাদো।
নাভা সভাপতি ডাঃ দিলীপ নাথ বলেন, নাভার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ভোটারদের অধিকারের গুরুত্ব এবং এ বিষয়ে প্রতিটি ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে সবসময় কম্যুনিটি ও ভোটারদের বোঝাতে সচেষ্ট থেকেছেন। বিশেষত নতুন আমেরিকানরা এক্ষেত্রে কম্যুমিটির উন্নতি ও পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এই বছরের উইন্টার গালা সেই দিকটাকেই বিশেষভাবে চিহ্নিত করবে বলে তিনি তার বক্ত্যবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (এনএভিএ) অলাভজনক প্রতিষ্ঠান যেটি আসলে পাবলিক প্রচার সংস্থা। এ সংগঠনের প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য হলো, আমেরিকান রাজনৈতিক প্রক্রিয়া এবং সম্প্রদায়ের কাজে নিযুক্ত হওয়া।
২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নাভা বিভিন্ন প্রচারে কাজ করে এসেছে। নতুন অভিবাসীদের বিভিন্ন নাগরিক নাগরিক অধিকার সামাজিক অংশগ্রহণ, যেমন ভোটিং রাইট ফোরাম, ভোটার রেজিস্ট্রেশন, পৌরসভার আইডি কার্ড ইত্যাদি নিশ্চিত করতে কাজ করে আসছে।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment