নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবিতে নিউইয়র্কে সমাবেশ ও মানববন্ধন
নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে, বাংলাদেশে ক্রমবর্ধমান জোরপূর্বক ধর্মান্তকরণ ও মূর্তিভাঙ্গার প্রতিবাদে শনিবার ১৩ মার্চ, মাইনোরিটি কোয়ালিশন, ইউএসএ-র উদ্যোগে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক সমাবেশ ও মানববন্ধন আয়োজিত হয়েছে।
মাইনোরিটি কোয়ালিশন, ইউএসএ-র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন , নিপীড়ন, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর, জোরপূর্বক জমিদখল, দেশ ত্যাগে বাধ্য করা, মন্দির/উপাসনালয়ে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জাতিগত বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার প্রতিহত করতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কোয়ালিশন, নিউ ইয়র্ক বুদ্ধিস্ট কমিউনিটির নেতৃবৃন্দ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শীতাংশু গুহ, ঐক্য পরিষদের দুই প্রেসিডেন্ট দা. টমাস দুলু রায় ও রণবীর বড়ুয়া; হিন্দু কোয়ালিশনের দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়া, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচি, অংশু বৈদ্য প্রমুখ। বৌদ্ধদের পক্ষে বক্তব্য রাখেন মং এপ্রু, নিরুময় এবং অন্যান্যরা। আয়োজকের পক্ষে নেতৃত্ব দেন সঞ্জিত ঘোষ,এবং অনুষ্টান পরিচালনা করেন শ্রী দীপক দাশ।
সমাবেশে শিতাংশু গুহ বলেন, এই সমাবেশ কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমরা আমাদের দেবোত্তর সম্পত্তি ফেরত চাই, আমরা প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহবান জানাই। তিনি বলেন, মেয়র আইভীর নানা, মা, মামা ও চাচার নাম দেবোত্তর সম্পত্তিতে আছে, মেয়র হিসাবে এ সম্পত্তি মন্দিরকে ফিরিয়ে দেয়ার দায়িত্ব তিনি এড়াতে পারেন না। শিতাংশু গুহ বলেন, দেবোত্তর সম্পত্তি ক্রয়-বিক্রয় অবৈধ, কাজেই মন্দিরের সম্পত্তি মন্দিরকে ফিরিয়ে দিতে হবে। গোবিন্দ বানিয়া খোকন সাহার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। দীনেশ মজুমদার ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।
নিতাই বাগচী সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। মং এপ্রু ও নিরাময় রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভিক্ষুকে পুনর্বাসিত করার আহ্বান জানান। টমাস দুলু রায় বলেন, আমরা বারবার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, কোন কাজ হচ্ছেনা। রণবীর বড়ুয়া বৌদ্ধভিক্ষু বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অপতৎপরতার নিন্দা জানান।
সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বাগিচা পাড়া শ্মশান কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙচুর, কুড়িগ্রামের চিলমারীতে একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, শ্রীপুরে রাতের আঁধারে সরস্বতী প্রতিমা ভাঙচুর ও দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ঘটনা তুলে ধরেন। বক্তারা সম্প্রতি ২০২০ সালে মাহারিতে তিন হাজারের ওপর ঘটে যাওয়া নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।❐