‘নারীর ক্ষমতায়ন ছাড়া কোনও সমাজই অগ্রসর হতে পারবে না’
তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনও সমাজই অগ্রসর হতে পারবে না।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও কল্যাণ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।
শনিবার ইসলামাবাদে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আর্টসে দেওয়া বক্তৃতায় আমিনা এরদোগান বলেন, কঠিন সময়গুলোতে তুরস্ক ও পাকিস্তান পরস্পরের পাশে দাঁড়িয়েছে। এছাড়া পাকিস্তানের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোর সামনের সারিতে রয়েছে তুরস্ক।
এ সময় থ্যালাসেমিয়ায় আক্রান্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। স্বামী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন আমিনা।
তিনি বলেন, ভবিষ্যতে প্রতিরোধযোগ্য রোগে যাতে শিশুরা এমনভাবে আক্রান্ত হতে না হয়, তাতে বাকি জীবন তাদের কষ্ট পেতে হয়।
অসাধারণ আতিথেয়তার জন্য পাকিস্তানি কর্মকর্তাদের ধন্যবাদ জানান আমিনা।
পাকিস্তানিদের এবারই তিনি প্রথম সহায়তা করেন নি। এর আগে ২০১৪ সালে তার নামে নামকরণ করা একটি হাসপাতালের উদ্বোধন করেন তিনি।
২০১০ সালে এলাকাটি ব্যাপক বন্যায় আক্রান্ত হলে স্থানীয়দের সহায়তায় তিনি তহবিলের যোগান দিয়েছিলেন। তার সেই অবস্থানের কথা স্মরণেই হাসপাতালটি তার নামে নামকরণ করা হয়েছে।