নাসা কলোজিয়ামে নতুন ভ্যাকসিন কেন্দ্র চালু
জাহান আরা দোলন, সিবিএস অবলম্বনে
ভ্যাকসিনের সাপ্লাই বৃদ্ধির সাথে সাথেই ট্রি-স্টেট এলাকায় জোরালো হয়ে উঠেছে টিকা দান কর্মসূচি।
মঙ্গলবার সকালে নাসা ভেটেরানস মেমোরিয়াল কলোজিয়াম, ইউনিয়নডেল এ একটি নতুন ভ্যাকসিনেশন সাইট খোলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রটি চলতি সপ্তাহ থেকে এক হাজারেরও বেশি লোককে ভ্যাকসিন দিতে পারবে।
কোভিড ভ্যাকসিন নিতে
(অনলাইনে বুক করুন অথবা সরাসরি ফোন করুন)
নিউ ইয়র্ক স্টেট অনলাইনে বুক করতে এখানে ক্লিক করুন অথবা ফোন করুন 1-833-NYS-4-VAX
নিউ ইয়র্ক সিটি অনলাইনে বুক করতে এখানে ক্লিক করুন
এনওয়াইসি ট্র্যাক করুন জিপ কোডের মাধ্যমে ভ্যাকসিনেশন
নাসা কাউন্টি আরও তথ্যের জন্যে ক্লিক করুন
সাফোক কাউন্টি আরও তথ্যের জন্যে ক্লিক করুন
ওয়েস্টচেস্টার কাউন্টি আরও তথ্যের জন্যে ক্লিক করুন
নিউ জার্সি অনলাইনে বুক করতে এখানে ক্লিক করুন অথবা ফোন করুন 1-855-568-0545
কানেক্টিকাট অনলাইনে বুক করতে এখানে ক্লিক করুন
কাউন্টি এক্সিকিউটিভ লরা কারেন বলেন, কেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যাকসিন প্রদানের পরিমাণও বাড়বে।
মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কের পঞ্চাশ এবং তদূর্ধ্বদের ভ্যাকসিন প্রদানের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।
নাসা কাউন্টির শতকরা ৩২ শতাংশের বেশি অধিবাসী ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়ে নিয়েছেন। বর্তমানে কলোজিয়াম দৈনিক শতাধিক মানুষকে ভ্যাকসিন দিতে প্রস্তুত রয়েছে।
অনেকে ভ্যাকসিন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও দ্বিধায় ছিল। টিকা নেওয়ার পরে তারা কৃতজ্ঞতা জানিয়েছে।
কেন্দ্রের নিকটবর্তী হফস্ট্রা বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু সম্প্রদায়কে ভ্যাকসিনেটেড করার জন্য অনুদান পেয়েছে।
প্রয়োজনীয় সাহায্য করার জন্য জেরিকো উচ্চ বিদ্যালয় ‘প্রজেক্ট ভ্যাকসিন অ্যাঞ্জেলস’ এর মাধ্যমে তিনজন সফমোর (টেন্থ গ্রেড, সেকেন্ড ইয়ার) স্টুডেন্টকে দায়িত্বরত রেখেছে।
ভ্যাকসিন এপয়েনমেন্টের জন্য কলোজিয়াম সপ্তাহের ছয় দিন খোলা থাকবে।
লং আইল্যান্ডের কিছু টিকা কেন্দ্রে এপয়েনমেন্ট থাকা সত্ত্বেও ভ্যাকসিন নেওয়ার আগে অধিবাসীদেরকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।❐