Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্কের কনস্যুলেট জেনারেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১০ মার্চ) কনস্যুলেট জেনারেল পরিদর্শন ক‌রেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী‌কে কনস্যুলেট জেনারেলে স্বাগত জানান কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে মন্তব্য করে নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী ব্যাটালিয়নের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরেন। তিনি দেশের অগ্রগতি ও অগ্রযাত্রায় নারীদের অবদান উল্লেখ করে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার প্রণীত বিভিন্ন আইনের প্রয়োগ ও বাস্তবায়নের উদাহরণ দেন।

প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করণে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গতিশীল ও অর্থবহ করতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট কর্তৃক প্রদত্ত সেবাসমূহ সবিস্তারে বর্ণনা করেন। সেগুলো আরও সহজ ও ত্বরান্বিত করতে কনস্যুলেটের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী কনস্যুলেটের সার্বিক সেবা কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকলকে আহ্বান জানান।

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment