নিউইয়র্ক ট্রেনে বাংলাদেশি কর্মজীবী নারী হামলার শিকার
নিউইয়র্কে চলন্ত ট্রেনে চুরি-ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। অনেক সময় যাত্রীর মূল্যবান জিনিসপত্র ছিনতাই বা ঘুমিয়ে থাকা অবস্থায় মালামাল চুরি যাওয়া সাধারণ ঘটনা। নিউইয়র্কের ব্রঙ্কসগামী ৬ ট্রেনে ঘটল রোমহর্ষক ঘটনা।
গেল বুধবার রাত ৯.৪৫ মিনিটে বাংলাদেশি যাত্রী রাবেয়া বেগম(২৩) ডানকিন ডোনাট কফি শপে কাজ শেষে ফেরার পথে ১৩৮, স্ট্রিট ব্রুক এভিনিউ স্টেশনে এক দুর্বৃত্ত ট্রেনে তার ওপর আক্রমণ করে।
ট্রেনের এক প্রত্যক্ষদর্শী জানান, স্টেশন থেকে ট্রেন ধীরে ধীরে চলছিল। সে সময় রাবেয়া বেগম ট্রেনের এক বগি থেকে করে অন্য বগিতে যাচ্ছিলেন। হঠাৎ এক দুর্বৃত্ত চলন্ত ট্রেনে ছুরি দিয়ে মাথায়, হাতে কয়েকবার আঘাত করে। হকচকিয়ে চিৎকার করে ওঠেন ওই নারী কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসে নি।
এরপর ট্রেনের ৯১১ কল করেন। ওই যাত্রী নিজের পরনের শার্ট খুলে রাবেয়ার ক্ষত ঢেকে দেন।
বর্তমানে রাবেয়া নিউইয়র্কের লিংকন হাসপাতালে চিকিৎসা শেষে নিজের বাসায় ফিরে গেছেন।
একবছর আগে যুক্তরাষ্ট্র আসা রাবেয়া বেগম ছয় মাস ধরে ডানকিন ডোনাট কফি শপে কাজ করছেন।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে তারা ওই দুর্বৃত্তকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।