Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্কের মূলধারার আর্ট গ্যালারিতে বাংলাদেশের রিকশা প্রদর্শনী

নিউইয়র্কের মূলধারার আর্ট গ্যালারিতে বাংলাদেশের রিকশা প্রদর্শনী

নিউইয়র্কের মূলধারার আর্ট গ্যালারিতে বাংলাদেশের রিকশা প্রদর্শনী

বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে নিউ ইয়র্ক ‘ব্রুকলিন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারি’তে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেন নিউ ইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন।

বাংলাদেশ থেকে আমদানি করা এই বর্ণিল রিকশাটির প্রদর্শনীতে গতকাল (৬ ডিসেম্বর) অংশগ্রহণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে সবাইকে অবগত করেন।

তিনি বলেন, রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সহজাত প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে সক্ষম হবে বলে কনসাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন’কে কনসাল জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন ‘অথেনটিক সাইকেল রিকশা।’ পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘RickshawNYC’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পীর আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয়। তারই পরিপ্রেক্ষিতে এই প্রদর্শনী। বাংলাদেশি ও আমেরিকান দর্শক আগ্রহভরে এই রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন।

এ প্রদর্শনীটি আগামী শনি ও রবিবার (১২ ও ১৩ ডিসেম্বর) চলবে বলে শিল্পী কনসাল জেনারেলকে জানান।

উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জনকূটনীতিমুলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারায় একটি ইতিবাচক ধারণা তৈরির প্রয়াসে বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment