Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইয়র্কে উদীচী বোমা হামলার ২১তম বার্ষিকীতে সমাবেশ

নিউ ইয়র্কে উদীচী বোমা হামলার ২১তম বার্ষিকীতে সমাবেশ

নিউ ইয়র্কে উদীচী বোমা হামলার ২১তম বার্ষিকীতে সমাবেশ

রবিবার স্থানীয় সময় বিকেলে যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলার ২১তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উদীচীর সম্মেলনে বোমা হামলা মামলা পুনরুজ্জীবিত করার দাবি জানায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা। সমাবেশে বক্তারা দীর্ঘ দুই দশকেও মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
 
নিউইয়র্ক জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে মোমবাতি প্রজ্বলনে নিহতের স্মরণ করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন করেন যুক্তরাষ্ট্র উদীচীর উপদেষ্টা ও সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, উদীচী গণমানুষের সংগঠন। বোমা হামলা চালিয়ে এই সংগঠনের কার্যক্রম দমানো যাবে না। তারা বলেন, যশোরে বোমা হামলার ২১ বছর পেরিয়ে গেলেও আজো মামলার বিচার কাজ শেষ হয় নি। তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের। তাই এ সরকারের কাছ থেকে আমরা কোনও প্রকার শৈথিল্য আশা করি নি। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও মামলা আজো পুনরুজ্জীবিত হয় নি।
 

বক্তারা মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। এ ব্যাপারে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদানের কথা উল্লেখ করা হয় সমাবেশে। স্মারকলিপিটি পড়ে শোনান উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।

সংগঠনের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র উদীচীর সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, উপদেষ্টা কৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, কর্মী রাবেয়া আক্তার প্রমুখ। ♦

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment