Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে রাবাব ফাতিমার শুভেচ্ছা ও মতবিনিময়

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে রাবাব ফাতিমার শুভেচ্ছা ও মতবিনিময়

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে রাবাব ফাতিমার শুভেচ্ছা ও মতবিনিময়

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ড কনস্যুলেট অফিস মিলনায়তনে সভায় এক বছরে কনস্যুলেটের কর্মকাণ্ড ও সাফল্যের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মুজিব জন্মশতবার্ষিকী পালন আয়োজনের নানা খুঁটিনাটি তুলে ধরেন।
 
একই সঙ্গে নিউইয়র্কের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়র সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি নিউইয়র্ক এবং কনস্যুলেটের আওতাধীন অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি-আমেরিকানদের সাংবাদিকদের মাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান এবং তাদের কনস্যুলার ও কল্যাণমূলক সেবার জন্য কনস্যুলেট অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন। এ সময় তিনি বিগত ২০১৯ সালে কনস্যুলেট কতৃক গৃহীত বিভিন্ন সেবাধর্মী ও কল্যাণমূলক কার্যাবলীর উল্লেখ করেন।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সাদিয়া ফয়জুননেসা জানান, কনস্যুলেটে প্রতিদিন প্রায় ২৫০-৪০০ কনস্যুলার সেবা প্রার্থীকে নিরলসভাবে সেবা দিয়ে আসছে। ২০১৯ সালে প্রায় ৫০ হাজারের অধিক সেবা প্রার্থীকে বিভিন্ন ধরণের কনস্যুলার ও কল্যাণমূলক সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৮টি অঙ্গরাজ্যে প্রায় ২০টি ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার মাধ্যমে প্রায় ৫ হাজার জনকে বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা দেয়া হয়।

বাংলাদেশ কনস্যুলেট সবসময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণমুখী কাজে সমর্থন এবং এ সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের দোরগোড়ায় দ্রুততম সময়ের মধ্যে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ছুটির দিনেও বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে প্রায় সব ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়।
 
কনসাল জেনারেল জানান, সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা প্রদানের জন্য জরুরি ফোন (৬৪৬ ৬৪৫ ৭২৪২) ব্যবস্থা চালু করা হয়েছে। জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণে পালিত হচ্ছে। এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ’ (১৭ মার্চ ২০২০ – ১৭ মার্চ ২০২১) পালনের জন্য পরিকল্পিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
 

সাদিয়া ফয়জুননেসা জানান, ২০১৯ সালে প্রায় ৫০ হাজারের অধিক সেবা প্রার্থীকে বিভিন্ন ধরণের কনস্যুলার ও কল্যাণমূলক সেবা প্রদান করা হয়েছে।

জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী সম্পর্কে কনস্যুলেটে আগত সব সেবা প্রার্থীদের অবহিত করার জন্য বাংলা ও ইংরেজিতে আকর্ষণীয় ডিজিটাল স্ক্রলবার স্থাপনের মাধ্যমে ‘মুজিব বর্ষের’ ক্ষণগণনা শুরু হয়েছে। কনস্যুলেটের ওয়েবসাইটেও ডিজিটাল ক্ষণগণনা সন্নিবেশিত করা হয়েছে।

কনসাল জেনারেল সাদিয়া আরো বলেন, ‘মুজিব বর্ষ’ উদযাপনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সোনার বাংলা’ বিনির্মাণে অনুপ্রাণিত হবেন।
 
এছাড়াও, ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে নিউইয়র্কের মূলধারার প্রতিষ্ঠান কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপনের লক্ষ্যে কনস্যুলেট কাজ করে যাচ্ছে বলে কনসাল জেনারেল সাংবাদিকদের অবহিত করেন। কনসাল জেনারেল ২০১৯ সালে কনস্যুলেটের সার্বিক কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment