নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে শেখ রাসেল দিবস পালিত
যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
নিউ ইয়র্ক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারে রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালিত হলো। এ বছর প্রতিপাদ্য ছিল ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান ও কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা। পরে শহীদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য সকল শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেল স্মরণে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।