Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইয়র্কে অশ্রুসিক্ত নয়নে ‘ববদা’র স্মরণ সভা

নিউ ইয়র্কে অশ্রুসিক্ত নয়নে ‘ববদা’র স্মরণ সভা

নিউ ইয়র্কে অশ্রুসিক্ত নয়নে ‘ববদা’র স্মরণ সভা

নিউ ইয়র্কের পরিচিত মুখ,সমাজসেবক ও বিশিষ্ট্য সংগঠক দেবাশীষ দাস বাবলু বরের স্মরণ সভা যৌথ ভাবে আয়োজন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী ও এলিট ক্লাব। দেবাশীষ দাস চিরদিনের জন্য চলে যাওয়ায় স্মরণ সভায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।

গত ১৯ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এই সভাটি সঞ্চালনা করেন জ্যাকসন হাইটস এলাকাবাসী‘র সভাপতি শাকিল মিয়া।


স্মরণ সভায় সবার প্রিয় ববদা‘র প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন মীর নিজামুল হক,আব্দুর রব দীলিপ, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক জেড আলম নমি,পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট্য সংগঠক ও নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান,জাকির মহিউদ্দিন, শাহ ফাউন্ডেশনের সিইও শাহ্‌ জে. চৌধুরী, সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল,দেওয়ান মনির, সোহেল গাজী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল ও শাহ মাহবুব, জেবিবিএর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম দিদার,এলিট ক্লাবের সভাপতি গৌরাঙ্গ রায়, রাগীব হাসান , বিশিষ্ট্য সমাজ সেবক জসি চৌধুরী, ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী, সাংবাদিক আকবর হায়দার কিরন, দেবাশীষ দাস বাবলুর বন্ধু আবু নসর মিনার, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, সংগঠক আততাব জনি, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু , মিয়া মোহাম্মদ দুলাল প্রমূখ।


সৎ,স্বল্পভাষী ও নিরহংকার প্রয়াত দেবাশীষ দাস বাবলুকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে গিয়ে তার শুভাকাঙ্খিরা বলেন, বব ছিলেন একজন প্রকৃত অসাম্প্রদায়িক ‘মানুষ’। তার কোন শত্রু ছিল না,কারণ তিনি সবাইকে বন্ধুত্বের আলিঙ্গনেই জড়িয়ে নিতেন বুকের মধ্যে।

বক্তরা দেবাশীষ দাস বাবলুলের স্মৃতি ধরে রাখতে যে কোন পরিকল্পনা গ্রহন করার আহ্বান জানান। বক্তারা বলেন,আমাদের প্রিয় ববদা তার কল্যাণকর কাজের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন।


উল্লেখ্য, গত ১০ নভেম্বর তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। বব দাসের বয়স হয়েছিল ৬৪ বছর।

তার মৃত্যুতে কমিউনিটিতে শোকে ছায়া নেমে আসে। বরের মৃত্যুর সংবাদে অনেকেই হাসপাতা ও ফিউনারেল হোমে ছুটে যান। দেবাশীষ দাষ চিরদিনের জন্য চলে যাওয়ায় তার কাছের অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন।


বব দেবাশীষ দাস বাবলু স্ত্রী রুমা দাসসহ ৯৪ সালে নিউ ইয়র্ক প্রবাসী হন। ফেনীর মাস্টার পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান অত্যন্ত সবার কাছে সর্বজন প্রিয় ছিলেন শৈশব থেকে। ফেনী সমিতি নিউ ইয়র্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রতিস্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। নিউজ পোর্টাল গ্লোব বাংলা ডটকম এর প্রধান সম্পাদক ছিলেন । তিনি গুরুচক্র পরিবার ইউএসএস ইনক এর প্রতিস্ঠাতা সভাপতি ছিলেন। তিনি নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন।

সূত্র: সন্ধান২৪ ডট কম


ছবি


Share With:
Rate This Article
No Comments

Leave A Comment