নিউ ইয়র্কে দুই মর্গ কর্মচারীর বিরুদ্ধে মৃতদের ক্রেডিট কার্ড চুরির অভিযোগ
জাহান আরা দোলন: দুই সাবেক মর্গ কর্মচারীর বিরুদ্ধে মৃত ব্যক্তিদের ক্রেডিট কার্ড থেকে ডলার চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ ইয়র্ক সিটি মেডিকেল পরীক্ষক কার্যালয়ের দুইজন সাবেক মর্গ কর্মচারী মৃত ব্যক্তিদের কার্ড থেকে হাজার হাজার ডলার নিজেদের ডেবিট কার্ডে নিয়েছে।
মঙ্গলবার ব্রুকলিন ফেডারেল কোর্টে মর্গ কর্মচারী চার্লস ম্যাক ফেগান,৬৬ এবং উইলি গারকন, ৫০ এর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এরা দুজনেই সিটি চিফ মেডিকেল এক্সামিনার অফিসে কাজ করেছেন।
ফেডারেলের দাবি, গারকনের বিরুদ্ধে মৃত ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহার করে ৬ হাজার ৫শ’ ডলারের বেশি খরচ করে অবৈধ কেনাকাটার অভিযোগ এসেছে এবং ম্যাক ফেগানের বিরুদ্ধে মোট পাঁচজন মৃত ব্যক্তির কার্ড ব্যবহার করে অবৈধ ক্রয়ে ১৩ হাজার ৫শ’ ডলারেরও বেশি খরচের অভিযোগ রয়েছে।
গারকন গেল বছর নিউ জার্সিতে মর্গ কর্মচারী হিসাবে কাজ করার সময়েও একই ধরনের অপরাধের জন্য গার্ডেন স্টেট আদালতে আলাদাভাবে অভিযুক্ত হয়েছিলেন।❐
এনওয়াই ডেইলি নিউজ অবলম্বনে