Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইয়র্কে হুমায়ূন সম্মেলনে কেন আসছেন না শাওনসহ কোনো অতিথি?

নিউ ইয়র্কে হুমায়ূন সম্মেলনে কেন আসছেন না শাওনসহ কোনো অতিথি?

নিউ ইয়র্কে হুমায়ূন সম্মেলনে কেন আসছেন না শাওনসহ কোনো অতিথি?

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক থেকে : নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতিক সম্মেলনে পূর্ব ঘোষিত কোনো অতিথি অংশগ্রহণ করতে পারছেন না। জামাইকার ১৩১, পাবলিক স্কুলে ১১ ডিসেম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উদ্বোধক ছড়াকার ও লেখক লুৎফর রহমান রিটন, বিশেষ অতিথি লেখক ও প্রকাশক মাজহারুল ইসলাম এবং এবারের আয়োজনের প্রধান সমন্বয়কারী মেহের আফরোজ শাওন। আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক জানিয়েছে, কারা থাকছেন নতুন অতিথি হিসেবে তা এখনও নির্ধারিত হয়নি।

স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিথিদের নাম ও ছবি দিয়ে প্রচার করা হলেও তাঁরা কেন আসতে পারছেন না এমন প্রশ্নের উত্তরে শো টাইম মিউজিকের কর্ণধার ও এবারের সম্মেলনের সমন্বয়কারী আলমগীর খান আলম এ প্রতিবেদককে জানিয়েছেন, হুমায়ূন আহমেদের বিধবা স্ত্রী, অভিনেত্রী ও কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন ভিসা জটিলতার কারণে আসতে পারছেন না। মনজুরুল ইসলাম স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে অংশগ্রহণ করতে পারছেন না। রিটন ভাই ব্যক্তিগত সমস্যার কারণে থাকতে পারছেন না।

আলমগীর খান আলম আরও বলেন যেহেতু নিউ ইয়র্কের বাইরে থেকে কেউ আসছেন না তাই মাজহারুল ইসলামকেও আসতে বারণ করেছি। এবারের আয়োজনটি অপেক্ষাকৃত ছোট আকারে হচ্ছে। আশা করছি আগামী সম্মেলনটি সামারে বড় আকারে করা হবে।

এবারের সম্মেলনের সদস্যসচিব ছড়াকার মনজুর কাদের জানান, কে হবেন মেলার উদ্বোধক এবং প্রধান অতিথি এখনও তা নির্ধারণ করা যায়নি। অতিথি যাই হোক না কেন মেলার আয়োজনে আগের মতই থাকবে কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক, উপন্যাস, চলচ্চিত্র ও সঙ্গীত, র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী, সেমিনার, দেশীয় পণ্যের স্টল। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই সম্মেলন।

মেহের আফরোজ শাওন সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু আগের একটি আবেদন প্রক্রিয়াধীন থাকায় দূতাবাস তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে আসার জন্য শাওন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভিসা অফিসার জানিয়েছেন, স্পেশাল-১ ক্যাটাগরিতে তার একটি আবেদন প্রক্রিয়াধীন আছে। এ অবস্থায় তাকে ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ করা যেতে পারে, স্পেশাল ক্যাটাগরি-১ (ইবি)ভিসায় সেলিব্রেটিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। মেহের আফরোজ তার দুই পুত্র নিশাদ ও নিনিতকে নিয়ে সেই আবেদন করেছেন। এর আগে তিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনাও করেছেন।

প্রয়াত স্বামী জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে এবং একা অনেকবার যুক্তরাষ্ট্রে এসেছেন মেহের আফরোজ শাওন। কখনও যুক্তরাষ্ট্র ভিসার জন্য এমন পরিস্থিতিতে পড়েননি তিনি। অনেকটা সেই আত্মবিশ্বাস নিয়ে তিনি ভিসার আবেদন করেছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হয়েছেন। এই প্রত্যাখ্যান তার স্পেশাল ক্যাটাগরি ভিসা আবেদনে প্রভাব পড়বে কী না জানা যায়নি।

মেহের আফরোজ শাওনের কেন ভিসা হয়নি? কি ধরনের ভিসা জটিলতা এ তথ্য জানার জন্য এই প্রতিবেদক ফোনে এবং খুদে বার্তায় তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো উত্তর দেননি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment