Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 26, 2024
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইয়র্কে আয়োজিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড

নিউ ইয়র্কে আয়োজিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড

নিউ ইয়র্কে আয়োজিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড

সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত হয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড।


বলা হয়ে থাকে, এটিই বহির্বিশ্বে বাঙালীদের সবচেয়ে বড় আয়োজন, এবং গেল বিশ বছর ধরে নিয়মিত এই আয়োজন করে চলেছে শোটাইম মিউজিক। প্রায় একক প্রচেষ্টায় শোটাইম মিউজিকের আলমগীর খান আলম প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে এই আয়োজন করে আসছেন।


এ বছর ২০তম এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন বলিউড নায়িকা এবং মডেল নার্গিস ফাখরি। তিনি এলেন, আসর মাতালেন এবং জয় করলেন।

এবারের আসরে সেরা নায়কের পুরস্কারটি জিতেছেন সাকিব খান ও চঞ্চল চৌধুরী। সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন পুজা চেরি। টিভি নাটকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো এবং সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, সেরা গায়ক তাহসান এবং সেরা গায়িকা কনা। যদিও পুরস্কার বিজয়ী শিল্পীদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে এবারের আসরে যাদের নাম দেয়া হয়েছে তারা সকলেই এসেছেন।


তাদের কেউ কেউ অভিনয় করেছেন, আবার কেউ কেউ সাক্ষাৎকার দিয়েছেন। আবার কেউ কেউ দর্শকদের সাথে কথা বলে তাদের মাতিয়ে রেখেছেন। দর্শকদের মন ভরিয়েছেন নার্গিস ফাখরি, তাহসান, চঞ্চল চৌধুরী এবং কাবিলা। চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি বৃন্দাবন দাস রচিত যে সাক্ষাৎকার ভিত্তিক নাটিকাটি উপস্থাপন করেন তাতে সময়োচিত সংলাপ ছিল। নাটিকার গল্প হলো, শাহনাজ খুশি ‘মানিক চোর’ নামে এক ব্যক্তির সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারের প্রশ্নোত্তরে উঠে এসেছে বর্তমান বাংলাদেশের চিত্র। নাটিকাতে চঞ্চলের নাম ‘মানিক চোর’। মানিক চোর নিজের পরিচয়ে জানাচ্ছে, আমার নাম হচ্ছে মানিক চোর। চুরি যেহেতু আমার পেশা সেহেতু আমি আমার নামের সাথে চোর শব্দটি যোগ করেছি। কিন্তু আমাদের দেশে ভোট চুরি হয়, ব্যাংক চুরি হয়, দুর্নীতি হয় আরও কত কিছু চুরি হয়, কিন্তু কেউ শিকার করে না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মানিক চোর বলছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে রাষ্ট্রের প্রধানদের এক স্বাক্ষরে যুদ্ধ হয়, মানুষের মৃত্যু হয়, দেশের ক্ষতি হয়, আমার সুযোগ হলে আমি ওইসব রাষ্ট্র নায়কদের ওই কলম চুরি করব, কারণ আমরা সুন্দর ও শান্তিময় বিশ্ব চাই।


নায়ক কাবিলা নায়িকা ফারিয়া রায়কে যেমন সংলাপ বলেন, অনুষ্ঠানেও তাদের ঝগড়াঝাটি ছিল, সেই সাথে তারা সম্পৃক্ত করেন উপস্থিত দর্শকদের। শিল্পী তাহসান এখনও দর্শকপ্রিয়তার শীর্ষে। নায়ক ইমন এবং নায়িকা সিলসিলা গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী তাহমিনা মীম।

এবারের ঢালিউডের আসর শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, শাহ মাহবুব, নীলিমা শশি, রায়হান তাজ। এবং নৃত্য পরিবেশন করে মাজিদ ডিজায়ার।


ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনের জন্যে পুরস্কার প্রাপ্তরা আলমগীর খান আলমের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারণেই আজ আমরা এখানে আসতে পেরেছি। চঞ্চল চৌধুরী বলেন, আপনাদের কারণেই এখন প্রবাসে বাংলা সিনেমা দেখানো হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা বেঁচে থাকতে চাই।

এবারের ঢালিউডের আসরে যারা অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, বেস্ট টিভি অভিনেতা আফরান নিশো, বেস্ট টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, বেস্ট টিভি অভিনেত্রী (পপুলার) তানজিন তিশা, বেস্ট টিভি অভিনেত্রী (নতুন) তাসনিয়া ফারিন, বেস্ট সহ অভিনেত্রী শাহনাজ খুশি, বেস্ট সঙ্গীত শিল্পী (পুরুষ) তাহসান খান, বেস্ট অভিনেত্রী (নারী) কনা, বেস্ট সিনেমা অভিনেতা সাকিব খান (পপুলার), বেস্ট অভিনেতা চঞ্চল চৌধুরী, বেস্ট চলচ্চিত্র হাওয়া, বেস্ট সিনেমা অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, বেস্ট অভিনেত্রী সিনেমা (পপুলার) পুজা চেরি, বেস্ট বাউল শিল্পী কালা মিয়া, বেস্ট টিভি উপস্থাপিকা রুমানা আফরোজ।


স্থানীয় শিল্পীদের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন রানো নেওয়াজ, শাহ মাহবুব, মারিয়ন মারিয়া, রায়হান তাজ, স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন শিরিন শিলা, ইমন, ফারিয়া, বেস্ট সিঙ্গার নিলিমা শশি, বেস্ট উপস্থাপক বাবু জামান, ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড নার্গিস ফাখরি, বেস্টন টিভি ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, বেস্ট কমেডি জিয়াউল হক পলাশ।

তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন- শাহ নেওয়াজ, মনিরুজ্জামান জীবন, ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, রায়হান জামান, মাসুদ সিরাজি, আব্দুর রশিদ বাবু, খারুল খোকন, মফিজুর রহমান, হযরত আলী, মোহাম্মদ সরোয়ার, ফেড রকি, জেএফ এম রাসেল, জি আই রাসেল। আর নার্গিস ফাখরির কাছে থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট ও সিইও শাহ্ জে. চৌধুরী, একেএম ফজলুল হক, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, বেলায়েত হোসেন, সারা হোম কেয়ার।


অ্যালবাম





















Share With:
Rate This Article
No Comments

Leave A Comment