নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ
নিউ ইয়র্ক: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ডেভলপমেন্ট তাদের প্রাপ্ত অনুদান একশ’ বক্স খাদ্য সামগ্রী এবং এক হাজার মাস্ক দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। গেল ১১ জুলাই শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইট জামে মসজিদ প্রাঙ্গনে কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসময় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ডেভলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) বলেন, মানবতা আমার অহংকার এবং স্বাধীনতা আমার অধিকার।
তিনি আরও বলেন, গত একমাসে ৪১জন আমেরিকান গোলাগুলিতে নিহত হয়েছেন। করোনার হিংস্র ছোবলে আমরা হাজার হাজার স্বজনদের হারিয়েছি তবু হার মানি নি, মানব না। আমাদের মানবাধিকার কার্যাবলী দুঃস্থ ও নিপীড়িত মানুষের জন্য অব্যাহত ছিল, আছে এবং ভবিষ্যতেও চলবে।
অনাকাঙ্ক্ষিত সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমেরিকা আজ হিংস্রতায় ভরা, এ হিংস্রতার হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে।
সাম্প্রতিক বাংলাদেশের ঘুর্ণিঝড়, লঞ্চডুবির উল্লেখ করে তিনি আগামী ১৫ আগষ্ট বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার হাটখান গ্রামে দিনব্যাপী কাঙালি ভোজ ও করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্য আয়ের জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কথা জানান।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ডেভলপমেন্টের এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, এটিএন বাংলার নিউজ কাষ্টার কানু দত্ত, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের ইমাম মোহাম্মদ আব্দুস সাদিক, জনাব দেলওয়ার হোসেন মিল্টন, কম্যুনিটির বিশিষ্ট নেতা নাজমুল আলম শ্যামল, নজরুল ইসলাম মিয়া জামান প্রমুখ। ❑