Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউ ইয়র্কে করোনায় ২৪ ঘণ্টায় ১৪৪ জনের ও যুক্তরাষ্ট্রে ৪১০ জনের মৃত্যু

নিউ ইয়র্কে করোনায় ২৪ ঘণ্টায় ১৪৪ জনের ও যুক্তরাষ্ট্রে ৪১০ জনের মৃত্যু

নিউ ইয়র্কে করোনায় ২৪ ঘণ্টায় ১৪৪ জনের ও যুক্তরাষ্ট্রে ৪১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪১০ জন। এ নিয়ে  দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাাঁড়াল ১ হাজার ৭০৯ জনে।
 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হিসাব দিয়েছে বলে। যুক্তরাষ্ট্রে এখন ‘করোনা পজেটিভ’ রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৮২ জন। এটি পুরো বিশ্বের হিসেবে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪৮ জন।
 
সম্প্রতি আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল সেই সংখ্যা লক্ষ অতিক্রম করে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হিসেবে ইউরোপের পরই  যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে।
 
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশে আক্রান্ত সবচেয়ে জনবহুল নিউইয়র্ক এবং নিউ জার্সি। কেন্দ্রীয় সরকারের কাছে আরও সাহায্যের আবেদন করেছে রাজ্য সরকারগুলো।
 
গত ২৪ ঘণ্টায় শুধু নিউ ইয়র্কেই করোনায় আক্রান্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওয়াশিংটনে ১৭৫ এবং লুসিয়ানায় মারা গেছেন ১১৯ জন।
 
 
 
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment