নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট মারা গেছেন
নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট আবদুল হাই জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাতে শারিরীক অবস্থার অবনতি ঘটলে আবদুল হাই জিয়াকে নিউ ইয়র্ক কুইন্সের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। স্থানীয় সময় সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
আব্দুল হাই জিয়ার মৃত্যুতে কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।❐