Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 28, 2024
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ প্রদান

নিউ ইয়র্কে ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ প্রদান

নিউ ইয়র্কে ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ প্রদান

গেল ১৬ জুলাই নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ‘ধ্রুবতারা সন্মাননা ২০২১ প্রদান করা হয়। এই সন্মাননার মূল আয়োজক বাংলা চ্যানেল ও শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী রূপসী বাংলার সঙ্গে এক আলাপে জানান, ‘ধ্রুবতারা সন্মাননা’ কোনো পুরস্কার নয়। ‘ধ্রুবতারা সন্মাননা’ তার নামের মতোই- শুধুই সন্মান। শ্রদ্ধা আমাদের। আপন কর্মের খ্যাতিতে খ্যাতিমান হয়ে উঠেছেন যারা তাঁরা আমাদের গৌরব। তাঁদের কাজ আপন গণ্ডি পেরিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রেখেছে। অহংকার তাঁরা আমাদের। তাঁদের কাছে আমাদের ঋণ জমেছে। আমরা তাঁকে সন্মান আর শ্রদ্ধা জানিয়ে সে অপরিশোধিত ঋণের যৎসামান্য শোধ করতে চাই।

তিনি বলেন, তাঁরা আমাদের আকাশের উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্রের মতোই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়। তাঁদের প্রতিভা, জ্ঞান ও কর্ম মানব সমাজে অবিস্মরণীয় করে তোলে। তাঁদের মূল্যায়ন করতেই নিউ ইয়র্কে শাহ্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহ্‌ জে. চৌধুরী ‘ধ্রুবতারা সম্মাননা’ প্রদানের মতো এতবড় পদক্ষেপ নিয়েছেন।

‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ এ বছরে প্রথমবারের মতো প্রদান করা হলো। প্রথম ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’ লাভ করেছেন পাঁচ ব্যক্তিত্ব। তাঁরা হলেন একুশে পদক প্রাপ্ত সুর সম্রাট শেখ সাদী খান, বরেণ্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শহীদ হাসান, চিকিৎসক মোহাম্মদ মেরাজুল হক সোহাগ এবং সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক।

প্রথম তিন গুণীজনকে তাঁদের বর্ণাঢ্য কর্ম জীবন এবং চিকিৎসক মোহাম্মদ মেরাজুল হক সোহাগকে চিকিৎসা ক্ষেত্রে ও বাংলাদেশ সোসাইটি অফ নিউইয়র্ককে করোনাকালে মানবসেবায় অনন্য ভুমিকার জন্য এই সম্মাননা প্রদান করা হয়ে।

গত ১৬ জুলাই রাতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা স্বারক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ধ্রুবতারা সম্মাননা স্মারক প্রদানের পর নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়ে। দেশের সুধীমহলেও অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুই গুণীজন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান তাঁদের তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় জানান, ধ্রুবতারা সম্মাননায় ভূষিত হয়ে তাঁরা আপ্লূত।

তাঁদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মার্কিন মূলধারার রাজনীতিবিদরা। বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী এম. আজিজ বাংলাদেশ সোসাইটির পক্ষে সম্মাননা ২০২১ স্মারক, সদন এবং ক্রেস্ট গ্রহণ করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জন লু’র কাছ থেকে।

কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়কে সম্মাননা ২০২১ স্মারক, সনদ ও সাল তুলে দেন নিউইয়র্ক শহরের ডিষ্ট্রিক্ট-৩৪ এর অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস। কণ্ঠশিল্পী শহীদ হাসানকে সম্মাননা ২০২১ স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন জ্যাকসন হাইটস্‌ থেকে সদ্য প্রাইমারিতে নির্বাচিত (ডিষ্ট্রিক্ট-২৫ এর অ্যাসেম্বলিম্যান প্রার্থী) শেখর কৃষাণ। সম্মাননা প্রাপ্ত অপর দু’জন অনুপস্থিত ছিলেন। মোহাম্মদ মেরাজুল হক সোহাগের মা মাহমুদা নার্গিস সম্মাননা স্মারক, সদন ও ক্রেস্ট গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন অ্যাসেম্বলিওম্যান ক্যাটলিনা ক্রুজ এবং শেখ সাদী খানের পক্ষে সম্মাননা স্বারক, সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন লেখক, কবি ও সাংবাদিক দর্পণ কবীর।

যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল ‘বাংলা চ্যানেল’-এর দুইবছর পূর্তি এবং তিন বছরে পদার্পণের অনুষ্ঠানে ধ্রুবতারা সম্মাননা প্রদান করা হয় গুণীজনদের। আয়োজকরা জানিয়েছেন, প্র্রতিবছর ধ্রুবতারা সম্মাননা স্বারক প্রদান করা হবে। এই সম্মাননা স্মারক যারা পাবেন, তাদের নির্বাচিত বা মনোনীত করবেন একটি জুরি বোর্ড। বাংলাদেশসহ দেশের বাইরের যে কোনো গুণীজন, প্রতিভাবান ও সমাজে কল্যাণকর কাজ করেছেন, এমন সম্মানিত ব্যক্তিদের এই সম্মাননা জানানো হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে একটি ‘ধ্রুবতারা ডট কম‘ নামে ওয়েবও খোলা হয়েছে।


অ্যালবাম: ‘ধ্রুবতারা সম্মাননা ২০২১’


Share With:
Rate This Article
No Comments

Leave A Comment