নিউ ইয়র্কে ফেসবুক গ্রুপ ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডে ২০২১’ উদযাপন
বাংলাদেশের ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের আয়োজনে তৃতীয় ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডে ২০২১’ উদযাপিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ জুলাই নিউ ইয়র্ক লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এই আয়োজন সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ফ্যামিলি ডে’তে বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে।ইউ এস এ ৯৭-৯৯ সংগঠনটির অ্যাডমিন জামিল সরোয়ারের সঞ্চালনায় আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ , লটারি ড্র এবং মধ্যাহ্ন ভোজ।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফেসবুক গ্রুপ ইউ এস এ ৯৭-৯৯ এর অ্যাডমিন প্যানেল নিয়মিত এই আয়োজনটি করে থাকে। কিন্তু এই করোনা মহামারীর কারণে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। স্বাভাবিক জীবনে ফিরবার লক্ষ্য নিয়েই এবারের ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডে ২০২১’ আয়োজন করা হয় বলে অ্যাডমিন সামস শাহরিয়ারের বরাত দিয়ে বিজ্ঞতিতে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠাতা অ্যাডমিন তানভির আতাহারি, জামিল সরোয়ার জনি, শামস শাহরিয়ার শুভেচ্ছা বক্তব্য দেন।