নিউ ইয়র্কে বাড়ি ভাড়া কমছে!
যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউ ইয়র্কে রেকর্ড হারে কমছে বাড়ি ভাড়া। করোনার প্রকোপে রাজ্যের প্রধান প্রধান শহরে জানুয়ারি থেকে আবাসন সংকটের পরিবর্তে দেখা দিয়েছে আধিক্য।
চাহিদার তুলনায় দ্বিগুণ আবাসন নিয়ে লোকসানে পড়তে বসেছে অনেক কোম্পানি। অনেকেই আবার ভাড়াটিয়া পেতে ঘোষণা করছে বিশাল অংকের ছাড়।
গত বছর মহামারীর মাঝে শহর ছেড়ে গেছেন অনেকেই। আবার নিউ ইয়র্কে করোনা আক্রান্তদের মৃত্যুর কারণেও সৃষ্টি হতে পারে এই পরিস্থিতি। ফলে বাড়ি ভাড়া দিতে হন্য হয়ে ভাড়াটিয়া খুঁজছে অ্যাপার্টমেন্ট মালিকরা।
রাজ্যের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে ম্যানহাটনে শতকরা ১৫ ভাগ, ব্রুকলিন আর কুইন্সে প্রায় ৯ শতাংশ বাড়িভাড়া কমেছে। অনেক এলাকায় আড়াই থেকে দুই হাজার ডলারে নেমে এসেছে বাসা ভাড়ার পরিমাণ।❐
ফোর্বস