নিউ ইয়র্কে বিচারপতি খিজির আহমদ চৌধুরীর সংবর্ধনা
নিউ ইয়র্কে জালালাবাদ ল’সোসাইটি ইউএস বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জালালাবাদ ল’সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গত ২৫ অক্টোবর সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জালালাবাদ ল’সোসাইটির অফিসে সভাপতি অ্যাডভোকেট এমাদ উদ্দিনের সভাপতিত্বে ও জালালাবাদ ল’সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যার্টনি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম ও বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ-এর সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ,জালালাবাদ ল’সোসাইটির সহ- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃআব্দুস শহীদ আজাদ,জালালাবাদ ল’ সোসাইটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ময়নুল, জালালাবাদ ল’সোসাইটির কার্যকরী সদস্য অ্যাডভোকেট আশিক খান,বিচারপতি খিজির আহমদ চৌধুরীর কন্যা অ্যার্টনি জিনাত জাহান, বালাগঞ্জ ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সভাপতি আজিজ আহমদ ছালিক প্রমুখ।