Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 29, 2024
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে শিক্ষক করোনা আক্রান্তের ভুল তথ্যে সহকর্মীদের উদ্বেগ

নিউ ইয়র্কে শিক্ষক করোনা আক্রান্তের ভুল তথ্যে সহকর্মীদের উদ্বেগ

নিউ ইয়র্কে শিক্ষক করোনা আক্রান্তের ভুল তথ্যে সহকর্মীদের উদ্বেগ

জাহান আরা দোলন: গেল সপ্তাহে ব্রঙ্কস এলিমিনেটরি স্কুলে একজন শিক্ষককে করোনা পজিটিভ জানানোয় প্রতিষ্ঠানের কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সূত্র দ্য নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, ওই শিক্ষক কোভিড টেস্টে অংশ নেন নি এবং সেদিন স্কুলেও উপস্থিত ছিলেন না ।

নরউডের পিএস/এমএস ২০ নরউডের একজন মিডল স্কুল শিক্ষককে ৫ জানুয়ারী নিউ ইয়র্ক স্বাস্থ্যসেবা থেকে ফোনে জানানো হয়, দু’দিন আগে স্কুলে হওয়া টেস্ট অনুসারে তিনি কোভিড আক্রান্ত।

কিন্তু স্কুল রেকর্ড অনুযায়ী ওই শিক্ষক সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করে যাচ্ছিলেন এবং ১৭ নভেম্বর থেকে তিনি স্কুলেই আসেন নি।

অধ্যক্ষ কার্লা লিং সুপারিনটেন্ডেন্ট পজিটিভ টেস্টের ফলাফলটি কার সেটা নির্দিষ্ট করে কর্মকর্তাদের কাছ থেকে জানতে ৭ জানুয়ারী মেরিবেল হুলাকে ইমেইল করেন।

লিং লিখেছিলেন, ‘দয়া করে পজিটিভ ব্যক্তিকে শনাক্ত করতে সহায়তা করুন’।

কর্মীরা জানান, বিষয়টি উচ্চতর নির্বাহী সুপারিনটেন্ডেন্ট মাইশা পোর্টারের কাছে পাঠানো হয়েছে।

৫ জানুয়ারি, স্কুলটিতে প্রায় ৪৫ জন কর্মচারী এবং শিক্ষার্থীর কোভিড টেস্ট নেওয়া হয়েছিল।

স্কুলের কর্মীরা আরও জানিয়েছেন, স্কুল কোভিড -১৯ পর্যবক্ষেক কমিটি, ডিপার্টমেন্ট অব এডুকেশন এরও ‘সিচুয়েশন রুম’ প্রশাসনকে জানিয়েছিল, ‘আমাদের করার কিছুই নেই’।

ডিপার্টমেন্ট অব এডুকেশন কোনও প্রকার ভুল স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে।

ভিন্ন ভিন্ন ক্লাসরুমে দুটি বা আরও বেশি সংখ্যক সংক্রমণের ঘটনা পাওয়া গেলে, ডিপার্টমেন্ট অব এডুকেশন পুরো স্কুলটি ১০ ​​দিনের জন্য বন্ধ রাখতে পারে। সম্প্রতি কোয়ারেন্টাইন মেয়াদ ১৪ দিন থেকে হ্রাস পেয়ে ১০ দিন হয়েছে।

কিন্তু ডিপার্টমেন্ট অব এডুকেশন, ওয়েবস্টার অ্যাভিনিউয়ের ভবনটি বন্ধ করে নি।

ডিপার্টমেন্ট অব এডুকেশন শুক্রবার শহরব্যাপী ২৬১ জনের নতুন সংক্রমণের তথ্য লিপিবদ্ধ করেছে। এরমধ্যে, ১২৮ জন শিক্ষার্থী এবং ১৩৩ জন স্কুলকর্মী। এরা সকলেই সামাজিক দূরত্ব মেনে কাজ করেছে বা লেখাপড়া করেছে এবং স্কুলে তাদের কোভিড টেস্ট করানো হয়েছে।

শুক্রবার ডিপার্টমেন্ট অব এডুকেশন ৪৯টি অতিরিক্ত ভবন বন্ধ করে দিয়েছে। এরমধ্যে কয়েকটি আবাসিক আর দুইটি বা কিছু বেশি সংখ্যক স্কুল। সম্ভাব্য রোগ সংক্রমণ তদন্ত করতে কমপক্ষে ২৪ ঘন্টা বা ১০ দিনের কোয়ারেন্টাইনের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হলো। এ নিয়ে বন্ধ করে দেওয়ার সংখ্যাটি ১৬৫ তে দাঁড়িয়েছে।❐

নিউ ইয়র্ক পোস্ট

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment