নিউ ইয়র্কে সুবীর নন্দী স্মরণে…
একুশে পদক প্রাপ্ত প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী স্মরণে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে আগামী ২৮ মে শুক্রবার রাত ৮টায় এ স্মরণানুষ্ঠান সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউ ইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘বাংলা চ্যানেল‘ এ স্মরণানুষ্ঠানটির আয়োজক ও উদ্যোক্তা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনসহ সুবীর নন্দী অনুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে রূপসী বাংলাকে জানিয়েছেন বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী। তিনি আরও জানান, অনুষ্ঠানটি কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার থাকবে।
স্মরণানুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকছেন- এমন প্রশ্নের জবাবে শাহ্ জে. চৌধুরী বলেন, নিউ ইয়র্কের সুবীর অনুরাগী এবং দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সঙ্গীতাঙ্গন ও কমিউনিটির অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। থাকবেন বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাঙালি ও বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে বিশিষ্টজনেরা।
বাংলা গানের কালজয়ী সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন আর চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
১৯৮১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ বাজারে আসে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে। সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।
চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
২০১৯ সালে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।❐