নিউ ইয়র্কে ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের আলোচনা সভা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতার এই ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বও সেদিন থেকে শুরু হয়। ভাষণে দেওয়া নির্দেশেই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। নয় মাস মরণপণ যুদ্ধ করে বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, হাজী এনাম, কৃষিবিদ আশরাফুজ্জামান, মো. সোলায়মান আলী, মাহবুবুর রহমান টুকু, মুজিবুর রহমান মিঞা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, আলী গজনবী, এন. আমিন, মোর্শেদা জামান প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, বাঙালি জাতির ইতিহাসের একটা বিশাল অংশ জুড়ে আছে মার্চ মাস। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী উন্নয়নে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ বছর পালিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ। আর কয়েকদিন পরেই সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে গোটা বাঙালি জাতি।
মুজিব বর্ষ সফল করতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ড. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুজিব বর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ♦