নিপুণ রায় আটক
বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে রায়ের বাজার বাসা থেকে আটক করেছে পুলিশ।
হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।
অডিও বার্তায় নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে মুঠোফোনে হরতালে বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন।
এদিকে বিষয়টি নিশ্চিত করে র্যাব গণমাধ্যমকে জানায়, নিপুণ রায় চৌধুরী হেফাজতের রোববার (২৮ মার্চ) হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুণ রায় চৌধুরীকে আজ বিকেল ৪টায় র্যাব গ্রেফতার করে। নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেফতার করেছে র্যাব।
অডিও ক্লিপে নিপুণকে বলতে শোনা যায়, ‘একটা কিছু করা যাবে না? বাস হোক যেটাই হোক, ফুল ধরবে, ধরবে। একটু কাছ থেকে ছবি বা ভিডিও পাঠাবেন। অবশ্যই। অবশ্যই।’ ওপাশ থেকেও আরমান সম্মতি জানান।
পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা ও নিপুণ রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুণের হোয়াটসঅ্যাপে পাঠান।
রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
একটি অডিও বার্তায় পরিচিতি একজনকে হরতালের দিন বাসে আগুন দেওয়ার কথা বলেছেন বলে নিপুণ রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পুলিশের একটি দল বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় ঢুকে আমার ছেলে বউ নিপুণ রায় চৌধুরীকে আটক করে। আটকের পর তার অবস্থা সম্পর্কে আমরা কিছু জানি না।’❐