নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিবিসি নিউজের ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ভারতের মতামত কী? দ্বিতীয় প্রশ্ন, ভারত কি নির্বাচন পর্যবেক্ষণ করতে কোনো প্রতিনিধিদল পাঠাচ্ছে?
উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ কথা আমরা ধারবাহিকভাবে বলে আসছি। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এই অবস্থানেই আছি। সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন করা হয়েছিল। তখনও এ প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়া হয়েছিল। তাই আমি বিষয়টি এখানেই শেষ করছি।
বিবিসি নিউজের ওই সাংবাদিকের প্রতিনিধিদল সংক্রান্ত দ্বিতীয় প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
জানা গেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট