নীলাচল ডিসিতে রাজ রাজেশ্বরী দেবী দুর্গা
বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া। শরৎকালের মনোরম আবহাওয়ায় দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকেন হিন্দুরা। তারই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর শনিবার স্থানীয় কিলমার মিডল স্কুল মিলনয়াতনে অনুষ্ঠিত হয় নীলাচল ডিসি সর্বজনীন শারদীয় দুর্গোৎসব।
ষোড়শোপচারে দেবী বোধনের মধ্যে দিয়ে এবং যথাযথ ধর্মীয় রীতিতে পূজিত হলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। দুর্গাপূজায় পৌরোহিত্য করেন বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সাবেক পুরোহিত শ্রী রণজিৎ চক্রবর্তী।
ঢাকের তাল, মন্ত্র উচ্চারণ, চন্ডীপাঠ, কাঁসর ঘন্টা থেকে শুরু করে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মন্দির থেকে মণ্ডপ পূর্ণ হয়ে ওঠে সকাল থেকেই। দুপুর ১২টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন আগত ভক্তরা। দুপুর ২টা এবং সন্ধা ৭টায় আগত ভক্তদের মাঝে ভোগ এবং প্রসাদ বিতরণ করা হয় বলে জানান সংগঠনের সভাপতি বাবু প্রাণেশ হালদার।
প্রতি বছরের মতো এবছরেও দৃষ্টিনন্দন মণ্ডপ ও কারুকাজে দশপ্রহরণধারিণীর বন্দনায় এবছরের থিম ছিল ‘কুঁড়েঘরে মা রাজ রাজেশ্বরী’। বিগত দেড়মাস নীলাচল টিম নিরলস কাজ করেছেন শোলা ও রঙের কারুকাজে, জানিয়েছেন মঞ্চ ও মণ্ডপ কমিটির শ্রী নিত্যানন্দ সরকার ও আকাশ সরকার।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী আবাহন ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’ পরিবেশনায় নীলাচল পুজা পরিবারের সদস্য মনোজ দাশ, অমৃতা গাঙ্গুলী, হ্যাপী দেবনাথ, শর্মীলা রায়, ঐন্দ্রিলা কর্মকার, চুমকী দাশ, রমা ঘোষ, বিমল রাহা, ক্লেমেন্ট গোমেজ, বিজন সিংহ, সুজয়, নিলয়। নৃত্য পরিবেশন করেন রুম্পা বড়ুয়া। তবলায় আশীষ বরুয়া ও মৃদঙ্গে জয়দত্ত বড়ুয়া ছিলেন। গায়ত্রী মন্ত্র পাঠ করেছে শিশু শিল্পী ওম এবং সোহম। পূজার গান পরিবেশন করেন পুনম, মিথি, প্রতিক্ষা, স্নেহা, এমিলি, আয়ুশী ও শ্রেয়া। এছাড়া শিশু শিল্পী নিশি, নোরা ও অস্কার রঙ্গবতির নাচ ও গান পরিবেশন করে। প্রিয়া, স্নেহা, আয়ুশী দলীয় এবং একক নৃত্য পরিবেশন করেন দেবীকা দেবনাথ।
ডিসি মেট্রোর জনপ্রিয় নৃত্যশিল্পী মিতু রোজারীয় গ্রন্থনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘মহিষাসুর মর্দিনী’ পরিবেশন করে ‘সৃষ্টি’ পারফর্মিং আর্টস। স্থানীয় শিল্পী সুজয়, অমৃতা গাঙ্গুলী, অংকিতা, স্বপ্না শর্মা, মনোজ দাশ, প্রীতি সরকার, মুন্নী মন্ডল এবং জুয়েল বড়ুয়ায় পরিবেশনা ছিল প্রসংশনীয়। শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশায় ছিল মু্দ্রা আর্ট সেন্টার, ডিসি। নীলাচল ২০২২ শারদ উৎসবের বিশেষ আর্কষণ বলিউড গায়ক রাহুল দত্ত’।