পটুয়াখালীতে শিক্ষার্থীর চিকিৎসায় শাহ্ ফাউন্ডেশনের ১ লাখ টাকা অনুদান
নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মেধাবী ছাত্র রিপন কুমার সাহার চিকিৎসার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।
রাঙ্গাবালী ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র রিপন কুমার সাহা নিউরো ফাইব্রোমেটোসিস টিউমারে আক্রান্ত।
এ প্রসঙ্গে নিউ ইয়র্ক থেকে শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে বলেন, এটিকে আসলে অনুদান না বলাই ভালো। ছেলেটি নিউরো ফাইব্রোমেটোসিস টিউমারে আক্রান্ত। খুব কষ্ট পাচ্ছে। আমরা তাকে সহযোগিতা করতে সাধ্যমতো এগিয়ে গেছি। এর বেশি কিছু নয়।
গেল সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জাকির মাহামুদ সেলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম শিপন, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, কাজী ইকবাল, সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জাফর খানসহ বিভিন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অসুস্থ রিপন সাহার নিউরো ফাইব্রামফাসিস টিউমার অপারশনের জন্য এক লাখ টাকা অনুদানের দেয়ায় শাহ্ ফাউন্ডেশনের প্রশংসা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি রিপন সাহার চিকিৎসার জন্য আরো ৫০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন।