পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল হান্স এল্লেগ্রেন বলেন, অ্যালাইন অ্যাসপেক্ট, জন ক্লজার ও অ্যান্টন জেইলিঙ্গার প্রত্যেকেই জট পাকানো কোয়ান্টাম ব্যবহার করে পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন যে, দুটি পৃথক কণা পরস্পর থেকে বিভক্ত হয়ে গেলেও একীভূত এককের মতোই আচরণ করে।
তাদের এই গবেষণা কোয়ান্টাম তথ্যের ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তির পথ খুলে দিয়েছে বলে জানান তিনি।
এর আগে, গতকাল সোমবার চিকিৎসায়, আজ পদার্থে এবং আগামীকাল রসায়ন, ৬ অক্টোবর সাহিত্য, ৭ অক্টোবর শান্তি, এরপর দুদিন বিরতি দিয়ে সর্বশেষে ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির ওপর নোবেল বিজয়ীর নাম।
উল্লেখ্য, সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।