পাঁচ দিনে ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত
জেনেভা: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সোমবার এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, কেবল পাঁচ দিনে ১০ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। মহামারী শুরু হওয়ার পর সাড়ে ছয় মাসের মধ্যে এতে আক্রান্ত হয়ে পাঁচ লাখ ৭২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, এখন পর্যন্ত যতটা জানি, আমরা ‘পুরনো স্বাভাবিকতায়’ ফিরছি না। বিশেষ করে যদি সুরক্ষা পদক্ষেপগুলোর প্রতি অবহেলা করা হয়।
তিনি আরও বলেন, যদি স্পষ্টভাষায় বলতে যাই- বহু দেশ ভুল পথে অগ্রসর হয়েছে। ভাইরাসটি এখন এক নম্বর গণশত্রু হয়ে আছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, যদি মৌলিক নীতিগুলো মেনে চলা না হয়, তা হলে এই মহামারীর একমাত্র কাজ হবে সামনে এগিয়ে যাওয়া। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না।
সরকারি প্রতিবেদনের ওপর ভিত্তি করে রয়টার্সের বৈশ্বিক টালিতে জানা গেছে, দক্ষিণ আমেরিকায় প্রাদুর্ভাব দ্রুতগতিতে বাড়ছে।