পাকিস্তানের করাচীতে বিষাক্ত গ্যাসে ১৪ জনের মৃত্যু
পাকিস্তানের করাচীতে বিষাক্ত গ্যাসে অনন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক শত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
করাচীর পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন সোমবার জানিয়েছে, পাকিস্তানের বন্দর নগরী করাচীর উপকূলের একটি আবাসিক এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অনন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
ডন জানায়, রোববার রাতে গ্যাসের লাইনে ছিদ্র হয়। এরপরই আবাসিক এলাকাটিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।
তবে ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে করাচী পুলিশ প্রধান আদিল মালিক ডনকে বলেন, ‘প্রধান বন্দরের কাছে করাচীর পাশের কামারি এলাকার মানুষেরা যখন ঘটনার পর হাসপাতালে ছোটাছুটি শুরু করেন, তখনই কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। এবং দলকম বাহিনী ও আমাদের খবর দেয়। এটা দুভাগ্যক্রমে ঘটেছে নাকি নাশকতা ছড়াতে ওই গ্যাস লাইনে ছিদ্র করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
প্রমাণ পেলে জড়িত ব্যক্তিদের দ্রুত ধরা হবে বলে পুলিশ প্রধান জানান।
ডক্টর জিয়াউদ্দিন হাসপাতালের চিকিৎসক আমির শেহজাদ ডনকে বলেন, ‘এ দুর্ঘটনায় আহতদের মধ্যে আমাদের হাসপাতালে ৯ জনের মৃত্যু ঘটেছে। আর একই দুর্ঘটনায় আহত আরও ২ জন কুতিয়ানা হাসপাতালে মারা গেছেন বলে পুলিশ আমাদের জানিয়েছে।’
আমির শেহজাদ আরও বলেন, ‘দুর্ঘটনার পর থেকে গত দু দিন ধরে জিয়াউদ্দিন হাসপাতালে প্রায় ২৫০ জনকে চিকিৎসা দিতে আনা হয়। শুধু সোমবারই ১০০ জন ভর্তি হয়। তারা সবাই বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে পারছিলেন না। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সিন্ধ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের দু জন করাচীর সিভিল হাসপাতালে ও একজন বুরহানি হাসপাতালে মারা গেছেন।
সব মিলিয়ে রোববার রাতের গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর নিশ্চিত করেছেন করাচীর কমিশনার ইফতেখার সালওয়ানি।