পাকিস্তানে ইমরানকে গুলির প্রতিবাদে বিক্ষোভ
পাকিস্তানে বিক্ষোভের ডাকে সাড়া দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) শাহবাজ শরিফ সরকারবিরোধী লংমার্চ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তারই প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে দলটি। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির নেতা আসাদ ওমর শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে নামার ঘোষণা দেন। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।