পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
অবশেষে পিসিবির সঙ্গে বিসিবির সমঝোতা হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। তিন ভাগে পাকিস্তান সফরে যেয়ে ৩ টি-টোয়েন্টি, ২ টেস্ট ও ১ টি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
দুবাইতে বৈঠকে মিলিত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। বৈঠকের অংশ হয়েছিলেন পিসিবির সিইও ওয়াসিম খানও। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
নতুন সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে মোট তিন ভাগে। ২৪-২৭ জানুয়ারি সময়ে লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি খেলে আবার দেশে ফিরবে টাইগাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের প্রথমটি খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৭-১১ ফেব্রুয়ারিতে রাউলাপিন্ডিতে ১ম টেস্টে খেলবে বাংলাদেশ।
২০২০ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরোটাই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পিএসএল শেষে তিন ভাগের শেষ ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২২ মার্চ শেষ হবে পিএসএল। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলার আগে করাচিতে ৩ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের পাকিস্তান সফরের চূড়ান্ত রূপ নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় পিসিবি। সেখানে পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমি বেশ আনন্দিত যে আমরা বেশ ভালো একটা সমঝোতায় এসেছি যা ক্রিকেটের মত একটি খেলার বৃহত্তর স্বার্থে আমাদের মত দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশকে একমত করেছে। আমি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ দিতে চাই। যে নেতৃত্ব উনি দেখিয়েছেন এবং দু’দেশে খেলাধুলা অব্যাহত ও সমৃদ্ধ করা নিশ্চিত করার জন্য।’
পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘এটা দুই বোর্ডের জন্যই জয়ী ফলাফল বলা যায়। আমি আনন্দিত যে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা এখন শেষ এবং আমরা ম্যাচগুলো মসৃণভাবে আয়োজনের পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে, যা তাদের এই স্বাচ্ছন্দ্য দেয় যে পাকিস্তান অন্য যে কোনও ক্রিকেট খেলুড়ে দেশের মতোই নিরাপদ ও সুরক্ষিত।’
‘তিন ভেন্যুতে বিভক্ত হয়ে আয়োজন হতে যাওয়া সিরিজ ভক্তদেরও তাদের প্রিয় তারকা ক্রিকেটারকে কাছ থেকে দেখার সুযোগ ও ভালো ক্রিকেটকে সমর্থন করতে সাহায্য করবে।’