পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্ট এ নির্দেশ দেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলায় কুয়েতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২৬ নভেম্বর পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের পক্ষে আইনজীবী ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আবেদন খারিজ করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
কিন্তু আদালতের ওই আদেশ অমান্য করায় সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের জন্য পুনরায় আদেশ দেন। এদিকে বর্তমানে কুয়েতের একটি কারাগারে আছেন পাপুল।
দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে গত ১১ নভেম্বর ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনাসহ মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনের বিরুদ্ধে মামলা করেন।❐