পার্লামেন্টে পা মচকে হাসপাতালে শশী থারুর
দিল্লিতে সংসদ ভবনে পা মচকে গিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুরের। ফলে তাকে সংসদ ছেড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে না হলেও তিনি এখন আর হাটতে পারছেন না। যদিও চিকিৎসকরা আশা করছেন, তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে জানানো হয়, শুক্রবার পার্লামেন্ট ভবনের মধ্যেই পা মচকে যায় শশী থারুরের। ফলে তিনি সেশন বাদ দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের নির্বাচনী আসন পরিদর্শনের যে পরিকল্পনা ছিল তার, তাও বাতিল করা হয়েছে। নিজের আহত হওয়ার ঘটনা নিজেই টুইটারে শেয়ার করেছেন তিনি। এতে তিনি লিখেছেন, বাম পায়ের গোড়ালিতে আঘাত লেগেছে। পার্লামেন্ট ভবনে পা মচকে গিয়েছিল।
ব্যাপারটাকে পাত্তা দিইনি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। সেকারণে হাসপাতালে যেতে হয়েছে। আপাতত চলতে হাঁটতে পারছি না। পার্লামেন্ট মিস করছি এদিন। নিজের সংসদ এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানেও যেতে পারছি না।