পূর্ব ইউরোপে ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা পেন্টাগনের
পূর্ব ইউরোপে তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বুধবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জন কিরবি জানান, শিগগিরই পোল্যান্ড, রোমানিয়া ও জার্মানিতে সেনা পাঠানো হবে। বর্তমানে জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে।
আগ্রাসন মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান জন কিরবি।
তিনি বলেন, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এটি কোনও স্থায়ী ব্যবস্থা নয়।
এমন সময়ে পেন্টাগনের তরফে এই ঘোষণা এলো যার একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেওয়ার অভিযোগ তোলেন।