পেনসিলভ্যানিয়ার সিনেটর ডেমোক্রেটদের টিকিয়ে রাখলেন
ডেমোক্রেটদের সিনেটের লড়াইয়ে টিকে থাকতে সহায়তা করেছেন পেনসিলভ্যানিয়ার সিনেটর জন ফেটারম্যান। অথচ মাত্র ৫ মাস আগে ৫৩ বছর বয়সী ফেটারম্যান ভয়াবহ স্ট্রোকের কাছ থেকে ফিরে এসেছেন। এ জন্য কয়েক সপ্তাহের জন্য তিনি ছিলেন জনগণের চোখের আড়ালে। ফেটারম্যানের বয়স ৫৩ বছর। তার শরীরে উল্কি আঁকা। পরেন হুডি। উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। টেলিভিশন বিতর্কে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মেহমেত ওজেড-এর বিরুদ্ধে হতাশাজনক পারফরমেন্স করেছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেহমেত হলেন ট্রাম্প সমর্থিত প্রার্থী। তিনি একজন ডাক্তার ও টিভি সেলিব্রেটি।
বিতর্কে তার ধারেকাছে দাঁড়াতে পারেননি ফেটারম্যান। মেহমেত যেসব প্রশ্ন ছুড়ে মেরেছেন তার ত্বরিত জবাব দিতে পারেননি। কিন্তু মঙ্গলবার রাতে তিনিই ডেমোক্রেটদের টিকিয়ে রেখেছেন লড়াইয়ে। পেনসিলভ্যানিয়া থেকে সিনেটের একটি আসনে জিতেছেন তিনি। এতে সিনেটে দুই দলের আসন সংখ্যা প্রায় একই। ভোট গ্রহণ বন্ধ হওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে তিনি মঞ্চে ওঠেন। ঘোষণা করেন নিজের বিজয়।