পেন্টাগন এবং তার সহযোগী বাহিনী সন্ত্রাসী: ইরানি পার্লামেন্ট
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এবং তার সহযোগী বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় সংসদ । ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-এর কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইরানের সংসদ এ ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার ইরানের জাতীয় সংসদ জরুরি অধিবেশনে মিলিত হয় এবং ২৩৩ জন সংসদ সদস্যের সবাই অধিবেশনে উপস্থিত ছিলেন। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে পেন্টাগন এবং তার সহযোগী বাহিনীগুলো সন্ত্রাসী হিসেবে প্রস্তাব পাস করা হয়।
প্রস্তাবে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যে কোনও ধরনের সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কৌশলগত কোনও সেবার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকলে তাকে সন্ত্রাসবাদের সহযোগী হিসেবে দেখা হবে।
একইসঙ্গে কুদস ফোর্সের জন্য অতিরিক্ত ২০০ মিলিয়ন ইউরো পাশ করেছে পার্লামেন্ট।