Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 29, 2024
Homeঅর্থনীতিপ্রথম চালানে ভারতে গেল ৮ মেট্রিক টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ৮ মেট্রিক টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ৮ মেট্রিক টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। সরকার অনুমোদিত ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালানে এই ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি করা হয়। সোমবার সন্ধ্যায় বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম চালানটি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ পাঠিয়েছেন এবং ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান কলকাতার এস আর ইন্টারন্যাশনাল তা গ্রহণ করেছে। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত রোববার ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে প্রতিটি প্রতিষ্ঠান। আগামী ৩০ই সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment