Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 8, 2025
হেডলাইন
Homeপ্রধান সংবাদপ্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে দ্বিতীয় বছরে বাংলা চ্যানেল

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে দ্বিতীয় বছরে বাংলা চ্যানেল

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে দ্বিতীয় বছরে বাংলা চ্যানেল

নিউ ইয়র্ক: অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দ্বিতীয় বছরে পা রাখল যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা চ্যানেল। গতকাল এ টেলিভিশন চ্যানেলটির এক বছর পূর্তি উদযাপিত হয়ে গেল। এ উদযাপন করোনা কালের ঘরোয়া পরিবেশের সীমিত পরিসরে হলেও হলেও বেশ স্বতঃস্ফূর্ত ছিল।

নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের কার্যালয়ে বিশেষ কোনও আয়োজন করা না হলেও সেখানকার অনেক বিশিষ্ট জনেরা স্বপ্রণোদিত হয়েই ফুল হাতে শুভেচ্ছা জানাতে চলে আসেন। আসেন এটিএন ইউএসএ চ্যানেলের বার্তা সম্পাদক কানু দত্ত, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মণ্ডলীর সভাপতি মিজানুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সন্যাল, আইটি বিশেষজ্ঞও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শুভ রায়, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ফাউন্ডার শাহ্‌ শহীদুল হক, দৈনিক সমকাল ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং বর্ণমালা নিউজের সম্পাদক মাহফুজুর রহমান

এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম বাংলা চ্যানেলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে আসেন।

এভাবে কোনও আয়োজন ও প্রস্তুতি ছাড়াই কাকতালীয়ভাবেই যেন একটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়।

বাংলা চ্যানেলের চেয়ারম্যান একেএম ফজলুল হক ও প্রেসিডেন্ট শাহ্‌ জে চৌধুরীর তত্ত্বাবধানে তাৎক্ষণিক কেক কাটার ব্যবস্থা করা হয়।

নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের হেড অব নিউজ শহীদুল ইসলাম এবং উপস্থিত বিশিষ্টজন নিয়ে কাটা হয় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক। অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়  খাদ্যপানীয়। এরপর জমে ওঠে আড্ডা।

এসময় টেলিফোনে শুভেচ্ছো জানান বাংলা চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী

বাংলাদেশ থেকে টেলিফোনে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বাংলা চ্যানেলের এক বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সাফল্য ও কল্যাণ কামনা করেন।

বাংলাদেশ থেকে টেলিফোনে আরও শুভেচ্ছা জানান মাননীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন

বাংলা চ্যানেলের বছর এক বছর পূরণ ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে টেইলিফোনে শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) বোর্ড চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বাংলা চ্যানেলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এছাড়াও বাংলাদেশ থেকে টেলিফোন করে শুভেচ্ছা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্নেল ফারুক খান। তিনি বাংলা চ্যানেলের সকলকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এর বাইরে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোনে, অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়ে শুভকামনা করেন। ❑

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment