প্রবীণ সাংবাদিক মাইন উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির শোক
প্রবীণ সাংবাদিক, ঢাকার জাতীয় প্রেসক্লাবের অন্যতম সদস্য এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার নিয়মিত কলাম লেখক মাইন উদ্দিন আহমেদ মারা গেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
গত ১ জানুয়ারি (রোববার) দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে) জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত সপ্তাহে ওজোনপার্কের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনী সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ছেলে রিয়াজ আহমেদ মাইন উদ্দিন আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সকলের কাছে দোয়া চেয়ে বলেন, রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা।