প্রেমিকের শিশুকন্যাকে নেলপলিশের রিমুভার খাইয়ে খুন
প্রেমিকের শিশুকন্যাকে নেলপলিশ রিমুভার খাইয়ে খুন করলেন তরুণী। প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরেই এ কাণ্ড করেছেন বলে পুলিশের অনুমান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে। অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে মামলা ওঠার পরেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে।
অভিযুক্ত ২০ বছরের তরুণীর নাম আলেসিয়া ওয়েনস। তার সম্পর্ক ছিল বেইলি জেকোবির সঙ্গে। অনেক ক্ষেত্রেই আলেসিয়ার জন্য অন্তরায় হয়ে দাঁড়াত জেকোবির ১৮ মাস বয়সী সন্তান। রাগের মাথায় শিশুকন্যাকে নেলপরিশের রিমুভার খাইয়ে হত্যা করেন অভিযুক্ত। সেই সময় বাড়িতে ছিলেন না জেকোবি। আদালতে সরকারি কৌশলী জানান, ২০২৩ সালের ২৫ জুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালান আলেসি।
মেয়ে অসুস্থ জানতে পেরে দ্রুত নিউ ক্যাসেলের বাড়িতে ফিরেছিলেন জেকোবি। শিশুটিকে হাসপাতালেও ভর্তি করা হয়। যদিও চার দিন পরে মাল্টিপল অর্গ্যান ফেলিয়ারে মৃত্যু হয় তার। দেহ ময়নাতদন্ত করে তদন্তকারীরা বুঝতে পারেন শিশুর রক্তে রয়েছে বিষাক্ত এক ধরনের কেমিক্যাল। যা আসলে নেলপলিশের রিমুভার।
প্রাথমিক খুনের কথা অস্বীকার করলেও আলিসার ফোনই তাকে ধরিয়ে দেয়। দেখা যায়, ওই খুনের আগে বেশ কিছুদিন ধরেই ইন্টারনেটে এমন পদার্থ খুঁজছিলেন তরুণী, যা মানব শরীরে বিষের মতো কাজ করবে। হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডের জন্য আদালতের কাছে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সরকারি কৌশলী হেনরি।